নিজেদের তাগিদেই বিএনপি সংসদে যাবে: ব্যারিস্টার মওদুদ

প্রস্তুতি : রাজনীতি ( প্রতিমুহূর্ত.কম)

জাতীয় সংসদের আগামী অধিবেশনে নিজেদের তাগিদেই বিএনপি সংসদে যাবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ (এমপি)।

আজ ১৭মে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে, বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গুমের প্রতিবাদ এবং দৈনিক আমার দেশ, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টিভি ও  চ্যানেল ওয়ান চালু করার দাবিতে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত এক সমাবেশে  সরকারের উদ্দেশ্যে ব্যারিস্টার মওদুদ বলেন, “আপনারা আগে বলেছেন, সংলাপ হবে। এখন সংসদে এসে আলোচনা করার জন্য বলছেন। বিএনপি সংসদে যাবে নিজ তাগিদে, আপনাদের আহ্বানে নয়। সংসদে থাকা নির্ভর করবে আপনাদের আচরণের ওপর। আপনাদের আচরণের ওপরই নির্ভর করবে, আমরা সংসদে থাকবো কি থাকবো না।”

“সংসদে আসার কথা বলবেন, আর আমাদের সাংসদদের গ্রেফতার করবেন, এটা হতে পারে না” বলেও মন্তব্য করেছেন তিনি।

সংলাপ সম্পর্কে মওদুদ আহমদ বলেন, ‘‘সরকার স্ববিরোধিতায় নিয়োজিত। জাতিসংঘের প্রতিনিধি ও বিদেশী চাপে সরকার সংলাপের কথা বলেছিল । এখন বলছে, সংলাপ হবে না। এসব লোক দেখানো কথা।”

সংলাপের কথা বলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতার করা হচ্ছে বলেও  তিনি অভিযোগ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমত উল্যাহ।   অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খানসহ অনেকে।

প্রতিবেদন : আতিক আহম্মেদ অর্পণ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)