চা বাগানে কর্মবিরতি : ২০ দফা দাবি


প্রস্তুতি : সারাদেশ (প্রতিমুহূর্ত.কম)

মৌলভীবাজারের ২০ দফা দাবিতে ৯২টি চা বাগানের শ্রমিকরা একযোগে কর্মবিরতি পালন করছে।

আজ ২১মে মঙ্গলবার সকাল থেকেই শুরু হয় এ কর্মবিরতি। দুপুরে শ্রমিকদের এক সমাবেশে কতদিন কর্মবিরতি চলবে এবং পরবর্তী কর্মসূচী কি হবে তা নির্ধারণ করা হবে।

২০১১ সালের ১ সেপ্টেম্বর মালিক পক্ষের কাছে ২০ দফা দাবি পেশ করা হয়েছিল। এরপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও দাবিগুলোর প্রতি চা বাগান মালিকরা কোনো সম্মান দেখাননি। এমনকি এ ব্যাপারে আলোচনায়ও বসেননি তারা। ফলে বাধ্য হয়ে দল মত নির্বিশেষে জেলার সব চা বাগানের সাধারণ শ্রমিকরা একজোট হয়ে মঙ্গলবারের কর্মবিরতির ঘোষণা দিয়েছে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী।

শ্রমিকদের ২০ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে - দৈনিক মজুরি ১২০ টাকা করা, অবিলম্বে লেবার হাউজ দখলমুক্ত করা, চা বাগানে ভিটা উচ্ছেদ আইন বাতিল করে ভূমি অধিকার আইন প্রতিষ্ঠা করা, চা-শ্রমিক সন্তানদের শিক্ষা বৃত্তি পুনরায় চালু করা, চাকরি ক্ষেত্রে ও শিক্ষা গ্রহণ ক্ষেত্রে চা শ্রমিকদের জন্য কোটা বরাদ্দ রাখা।

সম্পাদনা : আতিক আহম্মেদ অর্পণ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)