ফ্রান্সে সমকামীদের বিয়ে বৈধ ঘোষণা




প্রস্তুতি : আন্তর্জাতিক (প্রতিমুহূর্ত.কম)


আজ ১৮ মে শনিবার সকালে ফ্রান্স সরকার আনুষ্ঠানিকভাবে সমকামীদের বিয়ে বৈধ ঘোষণা করে। এই আইনের ফলে সমকামীরা বৈধভাবে বিয়ে করতে পারবে এবং এক সাথে থাকতে পারবে। ফ্রান্স ইউরোপের নবম এবং বিশ্বের ১৪ তম দেশ হিসেবে সমকামীদের বিবাহের স্বীকৃতি দিল।

এর আগে ফ্রাঞ্চের প্রেসিডেন্ট ফ্রাঞ্চিওস হল্লান্দে সমকামীদের বিয়ের উপর একটি বিল পাস করেন যা পরে ফ্রান্স পার্লামেন্টে স্বীকৃত হয়। তার নির্বাচনী ইশতেহারে “সবার জন্য বিবাহ”  শিরোনামে সমকামীদের বিয়ে বৈধ ঘোষণা করার আশ্বাস দিয়েছিলেন।

আশা করা যাচ্ছে, আগামী ২৮ মে ফ্রান্সে প্রথম সমকামীদের বিয়ে অনুষ্ঠিত হবে।

সূত্র : বিবিসি

প্রতিবেদন : শাহারিয়ার রহমান
সম্পাদনা : জামিল আশরাফ খান, নিউজরুম এডিটর
এসআর/জেএ/১৮/৫-৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)