ভোলার চর কুকরী-মুকরী পানির নিচে তলিয়ে যাওয়ার গুজব


প্রস্তুতি : সারাদেশ (প্রতিমুহূর্ত.কম)---

অতিরিক্ত জোয়ারের কারণে সাগর উপকূলের ভোলার চর কুকরী-মুকরী ইউনিয়ন ৪/৫ ফুট পানির নিচে তলিয়ে গেছে এমন গুজব ছড়িয়ে পরেছে। বুধবার রাত ৮টার পর কয়েকটি অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ার এমন সংবাদে ভোলার সাধারন জনগন আতংকিত হয়ে পরে। তবে এ সংবাদের কোন সত্যতা নেই বলে জানিয়েছেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নুরে আলম।

তিনি বুধবার রাত ১১টায় স্থানীয়দের বরাত দিয়ে জানান, নদীতে এখন ভাটা চলছে। স্বাভাবিক ভাটায় পানি যতটা নিচে নামে আজ তার চেয়ে দেড় ফুট উপরে রয়েছে। তাই এখন চর কুকরী-মুকরী প্লাবিত হওয়ার কোন সুযোগ নেই। তবে ৫/৬ ঘন্টা পরে জোয়ার আসলে ২ ফুট বা তার চেয়ে বেশি অংশ পানিতে তলিয়ে যেতে পারে।

তিনি আরো জানান, ভোলার মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ কুকরী-মুকরী, ঢালচর, পর পাতিলা, চর নাসরিন, চর তাজাম্মল, চর জহির উদ্দিন, কলাতলীর চর, চর মোজাম্মেলসহ বিভিন্ন চরের মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

প্রতিবেদন : অচিন্ত্য মজুমদার, ভোলা জেলা প্রতিনিধি

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)