কান চলচ্চিত্র উৎসবে ‘চারুলতা’



প্রস্তুতি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম)

ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছর পূর্ণ হল আর কান চলচ্চিত্র উৎসবে মাস্টার ফিল্মমেকার  সত্যজিৎ রায়ের ছবি দেখানো হবে না, তা কি হয়!

ভারতীয় চলচ্চিত্র ও সত্যজিৎ রায়ের প্রতি সম্মান জানিয়ে কান চলচ্চিত্র উৎসবে  প্রদর্শিত হল  'চারুলতা'। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা  'নষ্টনীড়' অবলম্বনে নির্মিত ক্লাসিক এই ছবিটিতে সত্যজিৎ রায় অনবদ্যভাবে ভারতীয় নারী চরিত্রকে উপস্থাপন করেছেন ।

অস্কার বিজয়ী কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায় (১৯২১-১৯৯২) ভারতীয় চলচ্চিত্রকে প্রথম বিশ্বের সামনে প্রকাশ করেন এই কান চলচ্চিত্র উৎসবেই। ১৯৫৬ সালে 'পথের পাঁচালি' প্রদর্শনের পর পেয়েছিল বেস্ট হিউম্যান অ্যাওয়ার্ড

ছবিটি মুক্তি পাওয়ার প্রায় ৫০ বছর ও সত্যজিৎ রায়ের মৃত্যুর ২১ বছর পর কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত 'চারুলতা' নতুনভাবে আলোচনা তৈরি করেছে।  বিশ্বের অন্যতম সেরা এই চলচ্চিত্র নির্মাতার ছবিটি কান উৎসবে চলচ্চিত্রপ্রেমী সব দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে।


লেখা : সজল বি রোজারিও
সম্পাদনা : হাসান ইমাম
এসআর-১8/৫-২

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)