বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ব্যাপক জনসংযোগ কর্মসূচি গ্রহণ


প্রস্তুতি : রাজনীতি (প্রতিমুহূর্ত.কম) --

বিএনপির স্থায়ী কমিটির মুলতুবি বৈঠক চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বুধবার রাত ৯টায় শুরু হয়। শেষ হয় রাত পৌনে বারটার পর। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ জানান, বৈঠকের সিদ্ধান্ত  বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানানো হবে।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ,  লে. জে. মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, সরওয়ারী রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার,  ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩২ তম শাহাদৎ বার্ষিকী পালন শেষে আগামী সপ্তাহ থেকে ঢাকার বাইরে বিএনপির কেন্দ্রীয় নেতাদের ব্যাপক জনসংযোগ কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।

এছাড়াও রাজধানীতে সভা সমাবেশ বন্ধের প্রতিবাদে আগামী সপ্তাহে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট হরতাল ডাকার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সূত্রটি জানায়।

আরএম ২২/৫-৬

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)