মঙ্গল গ্রহের প্রকল্প

প্রস্তুতি: তথ্যপ্রযুক্তি (প্রতিমুহূর্ত.কম)

মার্স ওয়ান নামে এক প্রকল্পে আগামী ২০২৩ সালের মধ্যে মঙ্গল গ্রহে কিছু মানুষ প্রেরণ করা হবে।

এতে চীনের দশ হাজারেরও বেশি লোক নাম লিখিয়েছেন। জনপ্রতি ১১ হাজার ডলার জমা দিয়ে এ প্রকল্পটিতে নাম লেখাতে হয়েছিল।

তবে এ প্রকল্প আদৌ সম্বব হবে কি না তা নিয়ে চলছে নানা তর্ক-বিতর্ক। যারা প্রকল্পটির জন্য ১১ হাজার ডলারের সমান অর্থ জমা দিয়েছেলেন, এখন তাদের অনেকেই অর্থ ফেরত চাইছেন।

নেদারল্যান্ডের অ্যামর্সফোর্ট শহরে মার্স ওয়ানের অফিস। বর্তমানে এই প্রকল্পের আয়োজকরা মঙ্গল অভিযানের নামে ১২০ টি দেশের লোকের নাম লিখিয়েছে। এতে প্রায় দশ লক্ষ ডলার জমা পড়েছে।

ডেস্ক রিপোর্ট : রাফি খান
সম্পাদনা : আতিক আহম্মেদ অর্পণ
আরকে-২১/


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)