ব্যর্থদের উপদেশ শুনতে সরকার আগ্রহী নয় : শেখ হাসিনা

প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম)
 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তির ৪০ বছরপূর্তি উপলক্ষে আজ ২৩ মে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা বিভিন্ন সময় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পদে থেকেও নির্বাচন করতে ব্যর্থ হয়েছে তাদের কোনো উপদেশ শোনা হবে না।

তিনি বলেন, ২০০৭ সালে যারা নির্বাচন করতে ব্যর্থ হয়েছিল তাদের কোনো উপদেশ নিতে সরকার আগ্রহী নয়। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে যারা নির্বাচন করতে পারেনি তাদের উপদেশ শুনলে গণতন্ত্র সুসংহত হবে না। কিভাবে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করা যায় সে চিন্তা আমাদের আছে। সেভাবেই এগুচ্ছি আমরা।
 
প্রধানমন্ত্রী বলেন, সরকারকে অনেক কাজ করতে হয়। শুধু একটি দুটি বিষয়ে আটকে থাকলে হবে না। দেশের উন্নয়ন, অর্থনীতি, কূটনীতিসহ অনেক কাজ আমাদের হাতে।

তিনি আরো বলেন, বিরোধী দল হরতাল দিয়ে নৈরাজ্য সৃষ্টি করে শান্তি নষ্ট করছে। এরপরও বিরোধী দলের দাবি শুনতে হচ্ছে। তাদের আন্দোলন মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে হচ্ছে। এসব সরকারকেই সামাল দিতে হয়।

এ সময় তিনি গণতন্ত্র রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
 
আরএম-২৩/৭-৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)