দাম্পত্য সম্পর্কের মনস্তাত্বিক বিশ্লেষণ নিয়ে রোকেয়া প্রাচী

প্রস্তুতি : বিনোদন  (প্রতিমুহূর্ত.কম)

সম্পর্ক বিষয়টি পুরোপুরি মানুষের মানসিক বোঝাপড়ার উপর নির্ভরশীল। দুজন মানুষের চাওয়া-পাওয়া, ভালোলাগা, ভালোবাসা যখন এক বিন্দুতে মিলিত হয় তখনই তাদের সম্পর্কটি মজবুত হয়। অনেকের সম্পর্ক আবার দ্বন্দ্ব, জটিলতা, টানাপোড়ন-নানবিধ সমস্যা দ্বারা আবৃত থাকে।

দাম্পত্য সম্পর্কের সেই সব সমস্যার মনস্তাত্বিক বিশ্লেষণ ও পরামর্শের মাধ্যমে সমাধানের প্রচেষ্টা নিয়ে একুশে টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘তবুও বাঁধন’।

বিষয় ভিত্তিক এই অনুষ্ঠানটিতে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ নির্দেশনা করা হয়। এছাড়া সরাসরি ফোনের মাধ্যমে বিশেষজ্ঞ এবং অতিথির সাথে দর্শকরা তাদের সমস্যা এবং ভাবনা আলোচনা করতে পারবেন।

২৩ মে ‘তবুও বাঁধন’ এর আলোচনার বিষয় থাকবে ‘দাম্পত্য সম্পর্কের পরিচর্চা’। আর এই অনুষ্ঠানটি প্রযোজনা করছেন ফাতেমা শিলু। 

রোকেয়া প্রাচীর উপস্থাপনায় এবং ডাঃ মোহিত কামালের মনোবিশ্লেষণে ‘তবুও বাঁধন’ এর আগামী পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেহতাব খানম।

অনুষ্ঠানটি ২৩ মে বৃহস্পতিবার রাত ১০.১০মিনিটে সম্প্রচারিত হবে।


প্রতিবেদন ও সম্পাদনা : জামিল আশরাফ খান, নিউজরুম এডিটর





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)