ভারত সফরে চীনের প্রধানমন্ত্রী



প্রস্তুতি : আন্তর্জাতিক (প্রতিমুহূর্ত.কম) ---
দুই দেশের মধ্যে অমীমাংসিত সীমান্ত ইস্যু ও বাণিজ্য ভারসাম্য রক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে ৩ দিনের সরকারী সফরে ১৯মে রোববার দুপুরে ভারতে পৌঁছেছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং।


এ বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পাওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর।

এএফপি সূত্রে জানা যায়, সীমান্ত জটিলতাই এ আলোচনার মুখ্য বিষয় হতে চলেছে তা স্পষ্ট। একই সাথে বাণিজ্য ঘাটতি কমাতে একাধিক চুক্তি, সাংস্কৃতিক বিনিময় এবং আফগানিস্তান নিয়ে দ্বিপাক্ষিক দৃষ্টিভঙ্গির মতো বিষয়গুলিও আলোচনায় উঠে আসবে।

অন্যদিকে, সেনা অনুপ্রবেশের ঘটনা যাতে পুনরায় না ঘটে তাই নিয়ে চীনের প্রতিশ্রুতি আদায় করাই এই মুহূর্তে ভারতের লক্ষ্য।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী কেকিয়াংয়ের সঙ্গে একটি বড় আকারের প্রতিনিধিদলও রয়েছে। আজ ২০মে সোমবার কেকিয়াংয়ের ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ তাঁর সরকারের শীর্ষ পর্যায়ের নেতা ও দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

ভারত থেকে পাকিস্তান হয়ে সুইত্জারল্যান্ড ও জার্মানি যাবেন লি কেকিয়াং।


প্রতিবেদন : শাহারিয়ার রহমান
সম্পাদনা : আতিক আহম্মেদ অর্পণ
এসআর/ - ২০/০৫-১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)