মুলতবি রাখা হলো বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

 প্রস্তুতি : রাজনীতি (প্রতিমুহূর্ত.কম) ---

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে আজ ১৮ মে শনিবার রাত নয়টায় দলের স্থায়ী কমিটি বৈঠকে বসে। রাত সাড়ে দশটায় এই বৈঠক মুলতবি করা হয়।

এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক সংলাপের প্রেক্ষাপট, সরকার বিরোধী আন্দোলন, আসন্ন সংসদ অধিবেশনে যোগদান ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, তরিকুল ইসলাম, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, ব্রিগেডিয়ার (অব.) আসম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সরোয়ারি রহমান, ড. আব্দুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস প্রমুখ।



বিএনপি সূত্রে জানা গেছে, আগামী দু'একদিনের মধ্যেই স্থায়ী কমিটির মুলতবি বৈঠক অনুষ্ঠিত হবে। এতে দলের আগামী কর্মসূচি চুড়ান্ত করা হবে।

আরএম-১৮/৫-১



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)