সাগরে ভাসা ২৪ লাশ উদ্ধার টেকনাফে

প্রস্তুতি : সারাদেশ (প্রতিমুহূর্ত.কম) ---

আগাম সতর্কতার পরও ঘূর্ণিঝড় মহাসেনের ছোবলে ঘটেছে অসংখ্য প্রাণহানী। কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ২৪ টি মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জনতা ও পুলিশ। এদের মধ্যে ৫ জন নারী আর ৩ জন ছাড়া সবাই শিশু।


টেকনাফ সদর ইউনিয়নের দরগাহ ছড়া, উত্তর লম্বরী ও দক্ষিণ লম্বরীর সাগর সৈকতে একের পর এক মরদেহ ভেসে আসছে। স্থানীয় লোকজন সাগরের মরদেহগুলো উদ্ধার করে সৈকতে নিয়ে আসছে। শুধু দরগাহ ছড়া পয়েন্টেই রয়েছে এক নারীসহ ১০টি মরদেহ।

বাকিগুলো সৈকতের উত্তর লম্বরী, দক্ষিণ লম্বরী, সাবরাং বাহারছড়া ও শামলাপুর পয়েন্টে রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, বিকাল ৩টার দিকে একে একে মরদেহগুলো ভেসে আসতে দেখে তারা উদ্ধার কাজে নামে। তাদের ধারণা সুর্যাস্তের পর মরদেহ দেখা না গেলেও পরবর্তীতে মরদেহের সংখ্যা বাড়তে পারে।

কয়েকটি মৃতদেহ থেকে মায়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়েছে। এরই প্রেক্ষিতে এসব লাশ মিয়ানমারের নাগরিক বলে দাবি পুলিশের।

পুলিশের এএসপি বাবুল আকতার বলেন, “ঘূর্ণিঝড় মহাসেনের কবলে নৌকা ডুবির ঘটনায় মায়ানমারের দুই’শ জন রোহিঙ্গা নিহত হয়েছেন। এসব মৃতদেহ তাদের একটি অংশ হতে পারে।”

এদিকে স্থানীয়রা জানিয়েছেন বঙ্গোপসাগরের টেকনাফ পয়েন্টে আরো মৃতদেহ দেখা গেছে। লাশের সংখ্যা আরও বাড়তে পারে তারা জানান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)