পাকিস্তানে মার্কিন নাগরিক নিহত



প্রস্ততি : আন্তর্জাতিক (প্রতিমুহূর্ত.কম)

কয়েক বছর আগে পাকিস্তান সরকার একজন মার্কিন নাগরিককে আটক করেছিল। কিন্তু সম্প্রতি জানা গেছে আটক হওয়া সেই নাগরিক ইউএস ড্রন স্ট্রাইকে নিহত হয়েছেন।

আমেরিকান প্রশাসন জানিয়েছেন, জুদি কেনান মোহাম্মদ নামক গ্রেফতার হওয়া সেই নাগরিক গত ২২ মে বুধবার  ইউএস ড্রন স্ট্রাইকে নিহত হন।

২০০৯ সালে জুদি মোহাম্মদ পাকিস্তনের জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার উদ্দেশ্যে পাকিস্তানে এসেছিল এই অপরাধে তাকে আটক করা হয়। তবে তার কোনও প্রমান পাওয়া যায়নি।

পরবর্তীতে তার উপর ছুরি বহন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ঘোরাঘুরির অভিযোগ আনা হলেও তিনি জামিনে মুক্তি পায়।

তবে ২০০৯ সালের পরের সময়টুকুতে তিনি কি করেছেন তা স্পষ্ট নয়।

মার্কিন কর্তৃপক্ষ বলেছেন, অনির্দিষ্ট কারন ছাড়া এ নিয়ে ৪ জন আমেরিকার নাগরিক পাকিস্তানে নিহত হলেন।

ডেস্ক রিপোর্ট : আরফান সুপ্ত
সম্পাদনা : আব্দুল্লাহ আর জুবায়ের, নিউজরুম এডিটর
এএস/এজে- ২৩/৫-১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)