সংসার সুখের হয় বেদনার গুণে


প্রস্তুতি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম)
বেদনা মানে তো কষ্ট, তাহলে বেদনার গুণে আবার সংসার সুখের হয় কেমন করে! এর সমাধান জানতে চাইলে চোখ রাখতে হবে এটিএন বাংলায়। আগামী ২৪ মে রাত ৮টা ৪০ মিনিটে ধারবাহিক নাটক ‘সংসার সুখের হয় বেদনার গুণে’ প্রচারিত হবে।

এক ধনী পরিবারের গল্প নিয়ে তৈরি হয়েছে এ নাটকটি। নাটকে দেখা যাবে পরিবারের সবাই খুবই অলস প্রকৃতির। সবাই মুখে বড় বড় কথা বললেও কাজের বেলায় কেউ নাই। প্রত্যোকেই নিজ নিজ ক্ষেত্রে নিজেদেরকে মহা-পন্ডিত মনে করে। ফলে সংসারে কলহ লেগেই থাকে।

সংসারের সমস্ত কিছু দেখভাল করেন কাজের মেয়ে বেদনা। পুরো সংসারের সমস্ত কাজে সবাই বেদনার উপর নির্ভরশীল। বেদনার গুণেই পরিবারে সব সময় আনন্দ বিরাজ করে।

কিন্তু হঠাৎ করে একদিন গ্রাম থেকে বেদনার মায়ের অসুখের খবর আসে। বেদনা চলে যায় গ্রামে তখন সংসারে শুরু হয় লঙ্কাকান্ড।

মানিক মানবিকের রচনা ও পরিচালনায় এ নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তিশা, শামস সুমন, শারমিন শিলা, স্বাধীন খসরু, চৈতি, লায়লা হাসান, সোলাইমান খোকা প্রমূখ।

প্রতিবেদন : পাভেল রহমান, বিভাগীয় সম্পাদক, বিনোদন
পি আর- ২৩-০৫-২০১৩/০১



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)