সিলেটে ৪০টি কলেজে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু





প্রস্তুতি : সারাদেশ (প্রতিমুহূর্ত.কম)

সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ২০৭টি কলেজের মধ্যে ৪০টি কলেজে আজ ১৮ মে শনিবার থেকে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে

সিলেট জেলার ১৫টি, হবিগঞ্জ জেলায় ১০টি, মৌলভীবাজারে ৮টি এবং সুনামগঞ্জের ৭টি কলেজে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে এরমধ্যে ১৪টি সরকারি কলেজ ও বাকী ২৫টি বেসরকারি কলেজ

শিক্ষাবোর্ড সংশ্লিষ্ট সূত্র জানায়, ভর্তির আবেদন এসএমএস-এর মাধ্যমে আজ শনিবার থেকে শুরু হয়ে ৬ জুন পর্যন্ত চলবে ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুন, বিলম্ব ফি ছাড়া ভর্তি ও ডিডি (ডিমান্ড ড্রাফট) করার শেষ তারিখ ৩০ জুন ক্লাস শুরু হবে ১ জুলাই বিলম্ব ফিসহ ভর্তি ও ডিডি করার শেষ তারিখ ১১ জুলাই

জানা গেছে, শুধুমাত্র টেলিটক মোবাইলে এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন

প্রতিবেদন : এম মহসীন, জেলা প্রতিনিধি,সিলেট
সম্পাদনা : হাসান ইমাম, বিভাগীয় সম্পাদক, সারাদেশ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)