মাছরাঙা টেলিভিশনে বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠান




প্রস্তুতি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম)
আজ বুদ্ধ পূর্ণিমা। নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান এ ধর্মীয় উৎসবটি। দিনটিকে উদযাপন করতে বিভিন্ন টিভি চ্যানেল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন আয়োজন করছে বিভিন্ন অনুষ্ঠান। আনন্দ আর ধর্মীয় ভাব-গাম্ভির্যের মধ্য দিয়ে বাংলাদেশের বৌদ্ধ ধর্মালম্বিরা দিনটি উদযাপন করবেন নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে আজ প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান “বুদ্ধ তোমায় প্রণাম”।স্বীকৃত বড়ুয়ার উপস্থাপনায় বিশেষ এই অনুষ্ঠানটি আজ বিকেল ৫টায় প্রচারিত হবে।

অনুষ্ঠানে বুদ্ধ পূর্ণিমার তাৎপয্য নিয়ে অলোচনা করবেন ভিক্ষু সুনন্দপ্রিয়। অনুষ্ঠানে বুদ্ধকীর্তন পরিবেশন করবেন পরমেশ বড়ুয়া ও তার দল।



এছাড়াও অনুষ্ঠানে ড. সাইম রানা ও তার দলের পরিবেশনায় থাকছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন বৌদ্ধগান, চর্যাগীতির পরিবেশনা থাকছে।


প্রতিবেদন : পাভেল রহমান, বিভাগীয় সম্পাদক, বিনোদন
পি আর- ২৩-০৫-২০১৩/০৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)