৫ মে ঢাকা অবরোধ সফল হবেই : হেফাজত

৫ মে ঢাকা অবরোধ সফল হবেই : হেফাজত


প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম/ protimuhurto.com) ---

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে আহ্বানে সাড়া দেয়নি হেফাজতে ইসলাম। সাভারে রানা প্লাজার ভবন ধসের উদ্ধার কাজের সহায়তার জন্য ৫ মে হেফাজতের ঢাকা অবরোধ  স্থগিত করার প্রধানমন্ত্রীর আহ্বানকে প্রত্যাখান করে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা ব্যক্ত করেছেন সংগঠনটির আমির শাহ আহমেদ শফী।


শুত্রুবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, 'শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি সম্পর্কে গ্রহণযোগ্য কোনো মত ও দিক-নির্দেশনা পাওয়া যায়নি। বরং বিভিন্ন বিষয়ে তার বক্তব্যে হেফাজতের ১৩ দফার ভুল ব্যাখা  করে এটি পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। সে কারণে হেফাজতে ইসলাম ঘোষিত ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি বহাল রাখার ঘোষণা করছি।’


আহমেদ শফী আরও বলেন, 'সাভারের মর্মান্তিক ঘটনায় উদ্ধার কাজ ও অসহায়দের পাশে দাঁড়ানোর ব্যাপারে মানবিক বিবেচনায় আমাদের তৎপরতা সবসময় অব্যাহত থাকবে। সুতরাং সাভার ঘটনার সঙ্গে সম্পৃক্ত লাশবাহী গাড়ি, সংবাদপত্র, অ্যাম্বুলেন্স, উদ্ধার তৎপরতায় নিয়োজিত সবধরনের যানবাহন, দেশি-বিদেশি পরিদর্শকদের গাড়িসহ এ জাতীয় যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে।'

প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রতি দৃষ্টি দিয়ে তিনি বলেন, 'হেফাজতে ইসলাম ঘোষিত ১৩ দফার মেনে নেওয়ার কোনো রকম সিদ্ধান্ত ও নিশ্চয়তা পাওয়া যায়নি। বরং এসব দাবির বিষয়ে কিছু বিভ্রান্তিকর কথাই উঠে এসেছে। এতে ঢাকা অবরোধ কর্মসূচি স্থগিতের মতো কোনো রকম উপাদান নেই বলেই প্রতীয়মান হয়েছে।'

এ বিষয়ে ৪ মে শনিবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনে হেফাজতের অবস্থান তুলে ধরা হবে বলে বিবৃতিতে জানানো হয়।

এছাড়াও পূর্বঘোষিত ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি সফল করতে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জে সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় অনুষ্ঠিত এ সমাবেশে যেকোনো মূল্যে অবরোধ কর্মসূচি সফল করা হবে বলে জানানো হয়।
সমাবেশে বক্তারা যে কোন মূল্যে ৫ মে’র অবরোধ সফলের আহবান জানিয়ে বলেন, নারায়ণগঞ্জের তৌহিদী জনতা রক্ত দিয়ে হলেও অবরোধ সফল করবে। ৫ মে ফজরের নামাজের পর থেকেই নারায়ণগঞ্জের হাজার হাজার জনতা রাস্তায় নেমে এসে ১৩ দফা দাবি বাস্তবায়নের আওয়াজ তুলবে। সেদিন নারায়ণগঞ্জের নৌ পথ, রেল পথ ও সড়ক পথ বন্ধ করে দেওয়া হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)