বিপদসংকেত প্রত্যাহার



প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম)

ঘূর্ণিঝড় মহাসেন আজ ১৬ মে বৃহস্পতিবার বিকেলের দিকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল অতিক্রম করেছে । ঝড় সীতাকুণ্ড থেকে ত্রিপুরার দিকে সরে গেছে । উপকূলীয় এলাকা থেকে বিপদ সংকেত প্রত্যাহার করেছে আবহাওয়া অধিদপ্তর।

চট্টগ্রাম, কক্সবাজার, ভোলা ও মংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরে এলার্ট-২ এবং মংলা এলার্ট-১ বন্দরে দেয়া  হয়েছে । চট্টগ্রাম বন্দরে আমদানি-রফতানির কাজ শুরু হয়েছে । শাহ্‌ আমানত বিমান বন্দর আগামীকাল সকাল ১০ টা থেকে চালু হবে ।


ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় মসজিদে মসজিদে শুকরিয়া আদায় করে দোয়া করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী ।

এদিকে বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ । চট্টগ্রামে পাহাড় ধসের আশংকায় প্রায় দশ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে উদ্ধার বাহিনী ।

  
প্রতিবেদন : সজল বি রোজারিও
সম্পাদনা: আব্দুল্লাহ আল জুবায়ের
এসআর/এজে/১৬/৫-৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)